দহন জ্বালায় নাভিশ্বাস বঙ্গবাসীর, আরও বাড়তে পারে গরম

শহরে তীব্র গরমে রেড রোডে সূর্যের মরীচিকা। ছবি: রাজীব বসু

কলকাতা: বইছে গরম হাওয়া। কলকাতা ও লাগোয়া অঞ্চলে আজ ৪১-৪২ ডিগ্রির গরম। দহন জ্বালায় নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলবে রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গর সমস্ত জেলাতেই তীব্র তাপপ্রবাহ।

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে তাপপ্রবাহ চলছিল তার মাত্রা অনেকটা বেড়ে যায় এদিন। দক্ষিণবঙ্গের উপকূল ও সন্নিহিত কয়েকটি জায়গা ছাড়া সর্বত্র তীব্র বা সাধারণ তাপপ্রবাহ পরিস্থিতি ছিল। এবার গরমের মরশুমে শুক্রবারই প্রথম কলকাতায় আবহাওয়া দফতরের মাপকাঠিতে ‘তাপপ্রবাহ’ পরিস্থিতির সৃষ্টি হয়। শনিবারেও পরিস্থিতির বদল হয়নি। ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেছে কলকাতার তাপমাত্রা। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলায়। আগামীকাল আরও বাড়তে পারে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গে অতি তীব্র তাপপ্রবাহ চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গর সমস্ত জেলাতেই রবিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলবে । ছ’টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এই ছ’টি জেলা হল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। এই ছয় জেলায় রবিবার পর্যন্ত অতি তীব্র তাপপ্রবাহ চলবে।

এ ছাড়া কলকাতা, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

তবে, সোমবার বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে এই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। উপকূল-সহ ওড়িশা সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। তবে এই সম্ভাবনা খুবই সামান্য দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

Related posts

অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট, ইঙ্গিতবাহী মন্তব্য মমতার

‘বাংলা বিরোধীদের বিসর্জন সময়ের অপেক্ষা’, মনোনয়ন পেশ করে আশাবাদী অভিষেক

পর্দা ফাঁস করে চলেছেন একের পর এক অভিযোগকারিণী, সন্দেশখালি কি এখন ব্যুমেরাং হয়েছে বিজেপির?