উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, আপাতত দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সামান্য সম্ভাবনা কোথাও কোথাও। উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটলেও দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু তেমন সক্রিয় হয়ে ওঠেনি। সেকারণে বর্ষার দাপট তেমন দেখা যাচ্ছে না।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহরে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে ফের অতি ভারী বৃষ্টির সর্তকতা জানানো হয়েছে। শনিবার থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।
আরও পড়ুন :
সাংবাদিকের রাহুল গোস্বামীর জীবনাবসান
দিদির নির্দেশেই কাজ করব বলেন শোভন, দিদি-ভাইয়ের সম্পর্ক অটুট ছিল, চিরদিনই থাকবে: বৈশাখী
সম্ভবত আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন উদ্ধাব ঠাকরে
ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান! কমপক্ষে মৃত ২৫৫ জন
আকাশ মেঘাচ্ছন্ন, কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস