চার দিনের জন্য দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিল্লি যাচ্ছেন। দিল্লিতে নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় আগামিকাল বিকেলে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
দলের সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা অভিষেকের। প্রসঙ্গত, শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মমতার একান্ত বৈঠক রয়েছে। সন্ধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীর দেখা করার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর সঙ্গে। সেই সাক্ষাতে মমতার সঙ্গে অভিষেকও থাকবেন কি না, তা খুব একটা স্পষ্ট নয়।
আরও পড়ুন :
স্বাধীনতা দিবসের আগে জঙ্গি হামলার সম্ভাবনা, সতর্ক করল ইন্টেলিজেন্স ব্যুরো
ভারোত্তোলনে গুরদীপ ও হাই জাম্পে তেজস্বিন ব্রোঞ্জ জিতলেন, স্কোয়াশে ব্রোঞ্জ বাংলার সৌরভের
আজ দিল্লিতে মমতা, সাক্ষাতের সম্ভবনা মোদীর সঙ্গে
বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে লকেট