প্রথম পাতা খবর নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে একান্তে মোদী-মমতার বৈঠক

নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে একান্তে মোদী-মমতার বৈঠক

280 views
A+A-
Reset

নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে একান্তে মোদী-মমতার বৈঠক। রাজ্যের বিপুল বকেয়া-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মোদী-মমতা বৈঠক করেছেন বলে সূত্রের খবর। সাত নম্বর রেসকোর্সে প্রধানমন্ত্রীর বাসভবনে। প্রায় ৪০ মিনিট ধরে চলে এই বৈঠক। এই বৈঠকের পর সন্ধে সাতটা নাগাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা।

যদিও কী বিষয়ে দু’ জনের মধ্যে আলোচনা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ তবে সূত্রের খবর, মূলত জিএসটি সহ বিভিন্ন খাতে কেন্দ্রের থেকে রাজ্যের বিপুল পরিমাণ বকেয়া অর্থ নিয়েই প্রধানমন্ত্রীর কাছে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর এদিন মমতা হলুদ গোলাপের তোড়া নিয়ে গিয়েছিলেন। সঙ্গে মিষ্টি। মূলত একাধিক প্রকল্প নিয়েও কথা হয়েছে এদিন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে অবশ্য রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর৷ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত শেষেই সম্ভবত সাংবাদিকদের মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন :

বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়, আদালতে জানালেন আইনজীবী

মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিল্লির রাজপথে কংগ্রেস, আটক রাহুলসহ একাধিক নেতারা

পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে-জামাইকে তলব ইডির

থাইল্যাল্ডের নাইট ক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ১৩

চার দিনের দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.