প্রথম পাতা খবর বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়, আদালতে জানালেন আইনজীবী

বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়, আদালতে জানালেন আইনজীবী

100 views
A+A-
Reset

বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়৷ এ দিন আদালতে এমনই দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী৷ ইতিমধ্যেই মন্ত্রিত্ব হারিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ দলীয় সব পদ থেকে সরিয়ে দিয়ে তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। ফলে আপাতত শুধুমাত্র বেহালা পশ্চিমের বিধায়ক পদই রয়েছে পার্থর। জামিন পেতে সেই বিধায়ক পদ ছাড়তেও তৈরি প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ–অর্পিতার মামলায় রায়দান আপাতত স্থগিত রাখল আদালত।

পার্থর আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয়, ৩১টি এলআইসি–সহ অন্যান্য নথি সব ভুয়ো। একমাত্র রক্তের সম্পর্ক থাকলেই নমিনি করা যায়। অর্পিতার সঙ্গে কোন রক্তের সম্পর্ক নেই। যা কিছু পাওয়া গিয়েছে সব অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। কেউ এসে দাবি করেনি পার্থ চট্টোপাধ্যায় চাকরির বিনিময়ে ঘুষ চেয়েছেন। এই নিয়ে কোন তথ্যপ্রমাণও নেই। প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। তাঁর জামিন পাওয়া উচিত। তাঁর ৭২ বছর বয়স এবং নিয়মিত ওষুধ খেতে হচ্ছে। আমরা জামিন চাইছি।

জামিনেরও আবেদন করেন পার্থর আইনজীবীরা। সূত্রের খবর, জামিনের শর্ত হিসাবে প্রভাবশালী তকমা ঘোচাতে প্রয়োজনে পার্থ চট্টোপাধ্যায় তাঁর বিধায়ক পদ ছাড়তেও রাজি আছেন বলে আদালতে দাবি করেছেন তাঁরা। জামিন পাওয়ার ক্ষেত্রে যাতে প্রভাবশালী তত্ত্ব বাধা হয়ে না দাঁড়ায় সে কারণেই তাঁরা এ কথা জানিয়েছেন বলে খবর।

আরও পড়ুন :

মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিল্লির রাজপথে কংগ্রেস, আটক রাহুলসহ একাধিক নেতারা

পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে-জামাইকে তলব ইডির

থাইল্যাল্ডের নাইট ক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ১৩

চার দিনের দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

স্বাধীনতা দিবসের আগে জঙ্গি হামলার সম্ভাবনা, সতর্ক করল ইন্টেলিজেন্স ব্যুরো

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.