প্রথম পাতা খবর ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি, ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি, ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়

289 views
A+A-
Reset

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি। অন্ধ্রপ্রদেশ উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘুনাবর্ত। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। রবিবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিবর্তন হতে পারে। নিম্নচাপটি ওড়িশা উপকূল সংলগ্ন এলাকাতেই সোমবারের পর ও শক্তি বাড়াতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শক্তি বাড়িয়ে নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ওড়িশা ও বাংলা উপকূলের মাঝে এটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। ওড়িশা রাজ্যের সঙ্গে সঙ্গে বাংলাতেও এর প্রভাব পড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের।

শনিবার সকাল থেকে কলকাতা-সহ বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ। সকাল সকাল কয়েক পশলা বৃষ্টিও ভিজিয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারাদিনই এমনটা চলবে বলে আলিপুর আবহাওয়া দফতর আভাস দিয়েছে।

সোমবার থেকে রাজ্যের উপকুলবর্তী জেলায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বেশি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা এই দুই জেলায়। মঙ্গলবার ও বুধবার দু’দিন বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সোম থেকে বৃহষ্পতিবার পর্যন্ত এ রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর, জারি হয়েছে লাল সতর্কতা। রবিবার রাতের মধ্যেই সমস্ত ট্রলার ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।

কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন :

দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি কে হবে! লড়াইয়ে কিছুটা এগিয়ে ধনকড়

দুরন্ত প্রত্যাবর্তন, দেশকে সোনা এনে দিলেন সাক্ষী

নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে একান্তে মোদী-মমতার বৈঠক

বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়, আদালতে জানালেন আইনজীবী

মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিল্লির রাজপথে কংগ্রেস, আটক রাহুলসহ একাধিক নেতারা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.