প্রথম পাতা খবর দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি কে হবে! লড়াইয়ে কিছুটা এগিয়ে ধনকড়

দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি কে হবে! লড়াইয়ে কিছুটা এগিয়ে ধনকড়

46 views
A+A-
Reset

দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি কে হতে চলেছেন। তবে লড়াইয়ে কিছুটা এগিয়ে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। শুরু হল ভাগ্য নির্ধারণের প্রক্রিয়া। সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ শুরু হল। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলবে। আজই ফলাফল ঘোষণা করা হবে। উপ-রাষ্ট্রপতি নির্বাচনে একেবারে শুরুতেই ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট দিতে সংসদ ভবনে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। হুইলচেয়ারে বসে ভোট দিতে এলেন।

গোপন ব্যালটে নির্বাচন হচ্ছে। এদিন গোপন ব্যালটে নির্বাচন হতে চলেছে। আম আদমি পার্টি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভাকে সমর্থনের কথা ঘোষণা করেছে। এছাড়াও বিরোধী প্রার্থীকে সমর্থন করছে শিবসেনা (উদ্ধব শিবির), এনসিপি, কংগ্রেস ও বাম দলগুলি। তবে মায়াবতীয় বহুজন সমাজ পার্টি এনডিএ প্রার্থী ধনখড়কে সমর্থন করবে বলে জানিয়েছে। তবে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোটদান থেকে বিরত থাকবে বলে জানানো হয়েছিল ঘাসফুল শিবিরের তরফে।

আরও পড়ুন :

দুরন্ত প্রত্যাবর্তন, দেশকে সোনা এনে দিলেন সাক্ষী

নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে একান্তে মোদী-মমতার বৈঠক

বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়, আদালতে জানালেন আইনজীবী

মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিল্লির রাজপথে কংগ্রেস, আটক রাহুলসহ একাধিক নেতারা

পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে-জামাইকে তলব ইডির

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.