প্রথম পাতা খবর লালকেল্লায় হিংসার ঘটনায় অভিযুক্ত দীপ সিধু গ্রেফতার

লালকেল্লায় হিংসার ঘটনায় অভিযুক্ত দীপ সিধু গ্রেফতার

321 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : প্রজতন্ত্র দিবসে লাল কেল্লায় ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় মূল অভিযুক্ত দীপ সিধুকে গ্রেফতার করল দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। কৃষক আন্দোলনকে ইন্ধন জুগিয়েছিল দীপ সিধু।

কিন্তু কৃষকদের একাংশ তাঁকে বিজেপির লোক বলে মনে করেন। তাঁরা জানিয়েছিলেন, কৃষক আন্দোলনের মোড় ঘোরানো এবং অন্যদিকে চালিত করার চেষ্টা করেছেন দীপ সিধু। 

প্রজাতন্ত্র দিবসের দিন লাল কেল্লায় ঢুকে তাণ্ডবের পর গা ঢাকা দেন দীপ সিধু। তবে সোশাল মিডিয়া একাধিক ভিডিও আপলোড করেন তিনি। এরপর দীপ সিধুকে ধরে দিতে পারলে ১ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে দিল্লি পুলিশ। তাকে খোঁজার জন্য শুরু হয় চিরুনি তল্লাশি।

আরও পড়ুন : আবার জেলা সফরে মমতা, এবার মালদা, দিনাজপুর, পূর্ব বর্ধমান

অবশেষে মঙ্গলবার সকালে পুলিশের খপ্পরে পড়েন দীপ সিধু। 

আন্দোলনের নামে দিল্লিতে হাঙ্গামা করতে কৃষকদের উস্কেছিলেন পঞ্জাবি গায়ক ও অভিনেতা দীপ সিধু। এমনই চাঞ্চল্যকর দাবি ভারতীয় কিষাণ ইউনিয়নের হরিয়ানা ইউনিটের প্রধান গুরনাম সিং চাদুনির।

প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লার নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে ঢুকে পড়েন আন্দোলনকারী কৃষকরা। শুধু তাই নয়, লালকেল্লার গম্বুজে উঠে ধর্মীয় পতাকা তুলে দেওয়া হয়।

এ বিষয়ে গুরনাম সিং বলেছিলেন, ‘দীপ সিধুই আন্দোলনকারী কৃষকদের লালকেল্লায় নিয়ে গিয়েছিলেন। কৃষকদের লালকেল্লায় যাওয়ার কোনও পরিকল্পনা ছিল না।’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.