প্রথম পাতা জীবনযাপন মন ভাল রাখতে ঘর সেজে উঠুক বনসাইয়ে

মন ভাল রাখতে ঘর সেজে উঠুক বনসাইয়ে

101 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : বাড়ছে বাড়িতে বনসাই গাছ লাগানোর চল। কখনও শোয়ার ঘরের কোণে, তো কখনও খাওয়ার টেবিলের উপরেই সে সব গাছ সাজানো থাকছে পাত্রে। এ গৃহসজ্জার নতুন চল তো বটেই, তবে এর পিছনে আছে কিছু কারণও।


১) মানসিক চাপ কমে
চোখের সামনে সবুজ দেখতে পেলে মানসিক চাপ কিছুটা নিয়ন্ত্রণে থাকে বলে মনে করেন চিকিৎসকেরা। চার দিকে সবুজ যত কমছে, এ ভাবেই গাছ লাগানোর চল তত বাড়ছে ঘরে ঘরে।

আরও পড়ুন : নীলেই হোক বাজিমাত! সোশাল মিডিয়ার নতুন ট্রেন্ড নীল ভাত


২) ঘরের ভিতরের হাওয়া পরিষ্কার থাকে
প্রতি ঘরে গাছ থাকলে দূষিত বায়ু কম চলাচল করে বাড়ির অন্দরে। ফলে শরীরের জন্য বনসাই গাছ রাখা খুবই জরুরি।


৩) যত্ন নেওয়া সহজ
এই ধরনের গাছের যত্ন নেওয়াও খুব কঠিন নয়। অনেকে গাছ লাগাতে ভালবাসলেও যথেষ্ট সময় পান না বাগান করার। কিন্তু বনসাই গাছের পিছনে বেশি সময় দিতে হয় না। সামান্য আলো-জল পেলেই সুখে থাকে গাছ।


ফলে দেরি না করে এ বার নিজের ঘরটাও সাজিয়ে ফেলুন এমন কিছু গাছে!

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.