প্রথম পাতা বিনোদন বিয়ে করতে চান সারা আলি খান!

বিয়ে করতে চান সারা আলি খান!

381 views
A+A-
Reset

ডেস্ক: কখনও লেহেঙ্গা পড়ে লিমেরিক লিখছেন, তো কখনও বিয়ের প্রস্তাব চাইছেন।  ক’ দিন ধরে সারা আলি খানের পোস্ট রীতিমতো ভাইরাল হচ্ছে। বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী সারা আলি খান। সম্প্রতি মণীশ মলহোত্রার ডিজাইন করা লেহেঙ্গায় ব্রাইডাল লুকে ফটোশ্যুট সেরেছেন তিনি। অভিনেত্রীর সেই লুক যথেষ্ট মনে ধরেছে ভক্তদের। 


মনীশের নতুন কালেকশন নরানিয়ত ২০২১-এর জন্য এই ফটোশুটে করেছেন। এবং বিগত কয়েক দিন যাবত এই শুটের নানা মুহূর্ত ফ্যানদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।

আরও পড়ুন: ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা বাংলা ছবি পুরস্কার পেল ‘গুমনামী, সেরা অভিনেত্রী কঙ্গনা


ব্রাউনের ওপর গোল্ডেন কাজ করা রাজকীয় লেহেঙ্গায়র সঙ্গে গলায় ভারি গয়না পরতে দেখা গেছে অভিনেত্রীকে। ব্রাইড টু বি ফ্যাশন কালেকশনের জন্য জমকালো এই লেহেঙ্গায় ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। হাতে কাজ করা এই লেহেঙ্গার ফটোশ্যুট হয় জয়পুরের দ্য লীলা প্যালেসে। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছেন, ‘বিয়ের কোনও প্রস্তাব আছে ? মেয়ে সুশীল, ঘরোয়া এবং সংস্কারি’। এমন প্রস্তাব তো সচরাচর দেখার সৌভাগ্য হয় না তাঁর অনুরাগীদের। তাই লাইক আর কমেন্টের বন্যা পোস্ট জুড়ে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.