প্রথম পাতা খবর গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিনয় মিশ্রর মা ও বাবাকে সমন পাঠাল সিবিআই

গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিনয় মিশ্রর মা ও বাবাকে সমন পাঠাল সিবিআই

348 views
A+A-
Reset

ডেস্ক: গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিনয় মিশ্রর মা ও বাবাকে সমন পাঠাল সিবিআই । আগামী বুধবার কলকাতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির নিজাম প্যালেসের দপ্তরে তাঁদের উপস্থিতি থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।সঙ্গে নিয়ে যেতে হবে পরিচয়পত্র, পাসপোর্ট ও আয়কর সংক্রান্ত নথি। 


 বিনয় মিশ্র এখনও পলাতক। বিদেশে গা-ঢাকা দিয়েছে সে। গরু পাচার মামলায় তদন্তে নেমে একটি ডায়েরি হদিস পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা। কয়লাকাণ্ডে তদন্তে নেমে অভিযুক্ত বিনয় মিশ্র সম্পর্কে একাধিক তথ্য হাতে উঠে এসেছে তদন্তকারীদের। সেই সূত্রের রেশ ধরেই তাঁর মা ও বাবার সঙ্গে কথা বলতে চান গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, বিনয়ের একটি ভুয়ো সংস্থা ছিল। সেখানে গরু ও কয়লা পাচারের টাকা যেত বলেই অভিযোগ। সম্প্রতি সিবিআই জানতে পেরেছে, সেই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন বিনয় মিশ্রের মা ও বাবা। দিন কয়েক আগে আদালতে সিবিআই-র এএসজি দাবি করেন, বিনয় মিশ্র মামলা আদপে এক বৃহৎ ষড়যন্ত্র।

আরও পড়ুন: রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হচ্ছেন জহর সরকার


জানা গিয়েছে, গতকাল অর্থাত্‍ শুক্রবার রাসবিহারীর ধর্মদাস রোডে বিনয়ের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। তখন অবশ্য বাবা তেজবাহাদুর ও মা ললিতা মিশ্রের দেখা মেলেনি।  নিরাপত্তারক্ষীরাও কিছু বলতে পারেননি। বাধ্য হয়েই বাড়ির দেওয়ালে টাঙিয়ে দেওয়া হয় নোটিসে। ওই নোটিসে পরিচয়পত্র, পাসপোর্ট ও আয়কর সংক্রান্ত নথি নিয়ে বুধবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে দু’জনকেই। নোটিসে বলা হয়, আগামী বুধবার নিজাম প্যালেসে সকাল ১১টায় হাজিরা দিতে। কয়লা ও গরু পাচারকাণ্ড মামলায় নিঃসন্দেহে এই ঘটনা নয়া মোড় এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণও বটে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.