পৃথিবীর বাইরে প্রায় তিনদিন থাকা প্রথম মহিলা

পঙ্কজ চট্টোপাধ্যায়

সে এক ইতিহাস।যা প্রায় অবিশ্বাস্য। একজন নারী এই পৃথিবীটাকে মহাশূন্যে থেকে প্রায় ৭১ ঘণ্টায় ৪৬ বার তার কক্ষপথ পরিক্রমণ করেছিলেন। সারা বিশ্ব অপরিসীম উৎকণ্ঠা নিয়ে সেদিন তাকিয়ে ছিল সেই রোমাঞ্চকর ঘটনার প্রতিটি মুহূর্তের দিকে।সে এক অবিশ্বাস্য ঘটনা।

১৯৬৩ সাল ৬ই জুন থেকে ১৬ জুন মানে আজ থেকে ৬০ বছর আগেকার দুনিয়ায় ঘটেছিল এই ঘটনাটি।

আর এই ঘটনার একমাত্র প্রধান মহানায়িকা ছিলেন এই বিশ্বের প্রথম একজন নারী—নাম ভ্যালেন্তিনা তেরেসকোভা।

রাশিয়ার বেলেশুতে ১৯৩৭ সালের ১৬মার্চ জন্মগ্রহণ করেছিলেন তিনি এক দরিদ্র পরিবারে।

ছোটবেলা থেকেই বহু লড়াইয়ের সাক্ষী ছিল তাঁর জীবন। সেখান থেকে ধীরে ধীরে এক শ্রেষ্ঠ জায়গাতে উঠে আসেন তিনি নিজের নিজস্বতায়।

১৯৬৩ সালের ১৩ই জুন থেকে ১৬ই জুন —এই তিনদিনে ভ্যালেন্তিনা তেরেসকোভা মহাকাশে ছিলেন ২ দিন ২২ ঘণ্টা ৫০ মিনিট। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৬ বছর।

ভ্যালেন্তিনা পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের মহাকাশ গবেষণা কেন্দ্রের সাথে কাজে যুক্ত হয়েছিলেন। সেখানে কাজ করতে করতেই মহাকাশ বিষয়ে তিনি একজন বিশেষজ্ঞ গবেষক হয়ে ওঠেন। পরবর্তী মহাকাশ অভিযানের নানা পরিকল্পনাতে তিনি যুক্ত ছিলেন। তিনি সোভিয়েতের বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছিলেন।

২০০৪ সালের ৩ জুলাই ভ্যালেন্তিনা তেরেসকোভা মারা যান। থেকে যায় এই পৃথিবীটাকে পৃথিবীর বাইরে থেকে ৪৬ বার কক্ষপথের পরিক্রমণের এক অবিস্মরণীয় ইতিহাস। সেই অভিযানের নাম ছিল “ভোস্তক ৬” যার মহানায়িকা ছিলেন বিশ্বের প্রথম নারী ভ্যালেন্তিনা তেরেসকোভা। আজ ৬০ বছর আগেকার সেই ইতিহাসের সাক্ষী আমরা,এই আধুনিক বিশ্বের বাসিন্দারা।

Related posts

‘কলকাতার যীশু’, ‘উলঙ্গ রাজা’, ‘অমলকান্তি’-র প্রণেতা, শতবর্ষী কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

চৈত্র বৈশাখ মধুমাধবের মায়ায় মায়ায়

রবীন্দ্রনাথের ‘সখা’ এবং আতুর আর্ত ব্রাত্যজনের ‘দীনবন্ধু’ এন্ড্রুজ