শুভ নববর্ষ-এর শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা রইল

পঙ্কজ চট্টোপাধ্যায়

বাংলা ও বাঙালীর প্রাত্যহিক জীবনে অবিচ্ছেদ্য অংশ হিসাবে আবার ফিরে এল ‘আজি নববর্ষের নতুন গানে..’-র সেই সকাল।
আজ বাংলা ও বাঙালির ঘরে ঘরে সকলে নতুন বছরের মাঙ্গলিক সাজে সেজে উঠবে, সেজে উঠবে বাঙালি নতুন পোশাকে। নতুন মেজাজে,নতুন আবেগে। বৈশাখী রোদ্দুরে পাঞ্জাবি আর শাড়িতে বাঙালি সাজবে। ঘরে ঘরে নানান উপাচারে পালিত হবে নতুন বছরের আজকের শুভ দিন। বাঙালির রান্নাঘরের আয়োজনে থাকবে সুস্বাদু খাবারের নানান পদ। আনন্দের আনন্দধারায় মেতে উথলে উঠবে বাংলার প্রকৃতি,আকাশ বাতাস, বাংলার মানুষ,বাংলা ও বাঙালীর মন-প্রাণ।
পয়লা বৈশাখ বাঙালির ব্যবসা বাণিজ্যের আগামী বছরের জন্য শুভ মহরতের দিন—হাল খাতার দিন,নতুন খাতার আনুষ্ঠানিক দিন। মন্দিরে মন্দিরে সকাল থেকেই লাল শালুতে জড়িয়ে লক্ষী-গণেশের মূর্তি পুজোর দিন। ফুল মালায়,আলোর মিনিয়েচারে সেজে ওঠে দোকানের সাজ।সে এক আনন্দ মুখরিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পয়লা বৈশাখের সন্ধ্যাবেলা। আপ্যায়নে,মিষ্টি বিতরণে মেতে ওঠে ক্রেতা-বিক্রেতার সম্পর্ক।
তাই শুভ নববর্ষের আজ এই দিনটি বাংলা ও বাঙালির ঘরে বাইরে আগামী দিনগুলির জন্য শুভ কামনা,শুভেচ্ছা,অভিনন্দনের এক মহরতের দিন।

আজ শুভ নববর্ষের এই পবিত্র দিনে প্রত্যাশা রইল বাংলা ও বাঙালীর ঘরে বাইরে সকলের জন্য মঙ্গল কামনা। সকলে সপরিবারে খুব ভালো থাকুন।

Related posts

২৭ শে এপ্রিল মানে জাগা, জেগে থাকা, জাগানো…

‘কলকাতার যীশু’, ‘উলঙ্গ রাজা’, ‘অমলকান্তি’-র প্রণেতা, শতবর্ষী কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

চৈত্র বৈশাখ মধুমাধবের মায়ায় মায়ায়