জন্মদিন : সুশান্ত সিং রাজপুত

ওয়েবডেস্ক : পৃথিবীতে থাকলে ৩৫-এ পা দিতেন অভিনেতা। তাঁর চলে যাওয়া রেখে গেছে বহু প্রশ্ন। নেপোটিজম বিতর্কে বিদ্ধ হয়েছেন অসংখ্য সেলেব। বিনোদন জগতে পড়েছে এনসিবি-র থাবা।

জড়িয়েছে তুমুল রাজনীতি। সুশান্তের মৃত্যু এক ধাক্কায় পেড়ে ফেলেছে বলিউডকে।

বিজ্ঞানের মেধাবী ছাত্র থেকে হয়ে উঠেছিলেন রুপোলি জগতের এক জন। অভিনয় ছাড়াও রুপোলি রেখাকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত। চাঁদের মাটিতে জমি কিনেছিলেন।

মহাকাশচারীর পোশাকে ঘুরে এসেছিলেন নাসা-র দফতরও। টেবিলে সাজানো থাকত মহাকাশযানের মডেল। জীবনকে আকণ্ঠ পান করে ভালবাসতেন স্বপ্নের উড়ানে পাড়ি দিতে। তিনি কিনেছিলেন দুর্মূল্য ফ্লাইট স্টিমুলেটর। সাধারণত এই স্টিমুলেটর পাইলটদের প্রশিক্ষণের কাজে লাগানো হয়।

গতির নেশা ছিল পথেও। তাঁর কাছে ছিল মূল্যবান বিএমডব্লু কে ১৩০০ আর মোটরসাইকেল। পছন্দের বাহন ছিল বিলাসবহুল স্পোর্টসকার মাসেরাতি কোয়াত্রোপোর্তে এবং ল্যান্ডরোভার রেঞ্জ রোভার এসইউভি।

ছবি পিছু তাঁর পারিশ্রমিক ছিল পাঁচ থেকে সাত কোটি টাকা। সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি টাকা।

আরও পড়ুন : জন্মদিন : সৌমিত্র চট্টোপাধ্যায়

ক্যামেরা ও টেলিস্কোপের লেন্সের ঘেরাটোপ পিছনে ফেলে রেখে সুশান্ত সিংহ রাজপুত এখন নিজেই সব আলোকবর্ষ পেরিয়ে তাঁর স্বপ্নের জগতে।

অনেক রহস্য রেখেই চলে গেলেন সুশান্ত। তাঁর মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠছে। আত্মহত্যা নয়, খুন করা হয়েছে সুশান্তকে— এমনটাই দাবি করেছে পরিবার।

আত্মহত্যার আগে পর্যন্ত বিষণ্ণতার কোনও লক্ষণ ধরা পড়েনি সুশান্তের মধ্যে। এমনও দাবি করেছেন তাঁর বন্ধুরা। সব সময় হাসিখুশি থাকা ছেলেটা কেন হঠাৎ করে এমন চরম সিদ্ধান্ত নিল সে প্রশ্নের উত্তর আপাতত অধরাই রয়েছে। তদন্ত চলছে।

Related posts

৭৫ বছরে নরেন্দ্র মোদী, দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীকে

প্রসঙ্গঃ স্বামী বিবেকানন্দ

নেতাজীর জন্ম দিবসে নেতাজী মূর্তির সামনে দাঁড়িয়ে ‘ শঙ্খনাদ’ মুখ্যমন্ত্রী মমতার