Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মুক্তি পেল সৌমজিত আদকের ছবি 'অল্প হলেও সত্যি' ছবির ট্রেলার - NewsOnly24

মুক্তি পেল সৌমজিত আদকের ছবি ‘অল্প হলেও সত্যি’ ছবির ট্রেলার

ডেস্ক: শহরের কোলাহলে ব্যস্ত জীবনে প্রেমের সংজ্ঞাটা অনেকটাই বদলে গিয়েছে। সকলেই এখন অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলছেন।কাজের চাপে ঠিক ভুল বিচার করার সময় থাকেনা।এভাবেই দিনের পর দিন শহর এগিয়ে চলছে নিজের মতো করে।সময়ের স্রোতে ভালোবাসার মানুষরাও অনেক দূরে চলে যেতে থাকে, তাদের আটকানো যায় না।আর তখনই মন চায় ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে।তাই বারবার কাছে পেতে ইচ্ছা করে নিজের পছন্দের সেই মানুষটিকে। ভাভালোবাসতে ইচ্ছা করে, ভুল স্বীকার করে প্রথম থেকে আবার জীবন শুরু করতে ইচ্ছা করে। কিন্তু সময় বড় নিষ্ঠুর।আমরা যা চাই, তা পাইনা অনেক সময়।ঠিক তখনই সৃষ্টি হয় মনের মধ্যে এক ক্ষতর।সেই ক্ষতকে বুকে আঁকড়ে ধরে বাস্তবকে মেনে নিয়ে আমাদের জীবনের শেষ দিনটি পর্যন্ত বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে হয়।সদ্যই মুক্তি পেয়েছে সৌমজিত আদকের ছবি’ অল্প হলেও সত্যি’ ছবির ট্রেলার।ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাস,দর্শনা বণিক,ঋষব বসু সহ অন্যান্যরা। ট্রেলারে দর্শনার সাদামাটা লুক বাস্তবতার ছোঁয়া এনে দিয়েছে।আগামী মাসেই মুক্তি পাবে এই ছবি।

Related posts

হঠাৎ অসুস্থ গোবিন্দা! রাতে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি, স্থিতিশীল অবস্থায় বলিউড অভিনেতা

অসুস্থতার পর ছাড়া পেলেন ধর্মেন্দ্র, বাড়িতেই চলবে চিকিৎসা

আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ! কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়