থালাইভার শ্যুটিং ইউনিটেও কোভিড থাবা, রজনীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত ভক্তরা

ওয়েবডেস্কঃ থালাইভার করিশ্মাও হার মানল নাছোড় করোনার কাছে? হ‍্যাঁ, পুরোপুরি না হলেও, খানিকটা তো বটেই। রজনীকান্তের নতুন ছবির শ্যুটিং থামিয়ে দিল করোনা। কোভিডে আক্রান্ত হয়েছেন রজনীকান্তের সিনেমা ইউনিটের ৭ জন। শ‍্যুটিং ইউনিটের ৭ সদস‍্যের শরীরেই করোনার অস্তিত্ব মেলায় নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয়েছে “আন্নাথে” নামে ওই ছবির শ্যুটিং। আর এই খবর প্রকাশ্যে আসতেই দক্ষিণী সুপারস্টারের শারীরিক অবস্থা জানতে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অসংখ্য ভক্ত। যদিও ভক্তদের আশ্বস্ত করে জানানো হয়েছে, রজনীকান্ত আপাতত ভাল আছেন। তিনি করোনায় আক্রান্ত হননি। এদিকে সম্প্রতি ছুটি কাটিয়ে কাজে যোগ দিতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রকুলপ্রীত সিং। কোভিড পজিটিভ হওয়ার পর রকুল বর্তমানে নিজের বাড়িতেই নিভৃতাবাসে রয়েছেন বলে খবর। রকুলের পাশাপাশি সম্প্রতি বরুণ ধাওয়ান, নীতু কাপুররাও করোনায় আক্রান্ত হন। যদিও নীতু কাপুর এবং বরুণ ধাওয়ানের কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পর বর্তমানে ফের তাঁরা “যুগ যুগ জিয়ো”-র শ্যুটিং শুরু করেছেন।অন্যদিকে কোভিড থেকে সেরে উঠে ফের শ্যুটিং ফ্লোরে ফিরেছেন অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চনরা।

বলিউডে প্রথম করোনায় আক্রান্ত হন কণিকা কাপুর। লন্ডন থেকে মুম্বইতে ফেরার পর লখনউতে যান কণিকা। উত্তরপ্রদেশে যাওয়ার পরই কণিকার করোনায় আক্রান্ত হওয়ার খবর মেলে। এরপরই তাঁকে সেখানকার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরপর ৭বার কোভিড পরীক্ষা করানোর পর অবশেষ কণিকা কাপুরের রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। লখনউতে নিজের বাড়িতে ফেরার পর নিজের সন্তানদের কাছে ফের লন্ডনে উড়ে যান বলিউডের “বেবি ডল” খ‍্যাত এই গায়িকা।

Related posts

‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেতা ‘সোধী’ নিখোঁজ, দায়ের অপহরণের মামলা

মুক্তি পাচ্ছে অজয় দেবগনের ‘ময়দান’, দেখা যাবে একাধিক বাঙালি অভিনেতাকে

তারকাখচিত হোলি উদ্‌যাপন! কিংস এন্টারটেইনমেন্টের জমজমাট ‘কিংসমেনিয়া হোলি উৎসব ২০২৪’