মুক্তি পেল বাপ্পার ছবি “শহরের উপকথা”

ডেস্ক: আজ বিশ্বকর্মা পুজোর দিন মুক্তি পেল বাপ্পার ছবি “শহরের উপকথা”। শ্রীকৃষ্ণ ইন্টারন্যাশনাল ফিল্মসের এই ছবিটি বাদল সরকারের জীবনী নিয়ে তৈরি হয়নি। ১৯৫৫ সালের বাদল সরকারের নাটক ‘বাকি ইতিহাস’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। ছবিতে বাদল সরকারের চরিত্রে অভিনয় করছেন শুভাশিস মুখোপাধ্যায়। শুভাশিস ছাড়াও ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, জয় সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বাসব দত্তা চট্টোপাধ্যায়, সন্দীপ মন্ডল, লামা হালদার ,রজত গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে। ছবির সংগীত পরিচালনা করেছেন সৌম্যরিত। ছবিতে কণ্ঠ দিয়েছেন দুর্নিবার সাহা এবং পর্শিয়া সেন।

আরও পড়ুন: ‘মোর্চার কোনও অস্তিত্ব নেই, ভোট শেষ মোর্চাও শেষ’, সীতারাম

বর্তমান পরিস্থিতিতে মানুষ সব কিছু ভুলে গিয়ে ছুটে বেড়াচ্ছে নিজেদের স্বপ্নপূরণের লক্ষ্যে।কিন্তু সকলে ভুলে যেতে চলেছেন,যে তার চারিপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা গুলোকে।এমন কিছু ঘটনা রয়েছে, যা সকলকে নাড়িয়ে দিতে পারতো,কিন্তু ব্যস্ত শহরে কোলাহলে কিছুই পৌঁছাচ্ছেনা তাদের কানে।সেই হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয়কে দর্শকদের ফের স্মরণ করতেই তৈরি হয়েছে এই ছবি।দর্শক এতদিন নাটক অথবা থিয়েটারে সিনেমার প্রভাব দেখেছে,কিন্তু এই প্রথমবার সিনেমায় দেখবে থিয়েটারের প্রভাব।যা চলচ্চিত্র শিল্পের পাশাপাশি নাট্যজগৎ কেও ইয়াং জেনারেশনের সামনে নতুন আঙ্গিকে তুলে ধরতে সাহায্য করবে।

Related posts

‘গানের ভিতর দিয়ে’ তৃতীয় বর্ষের প্রতিযোগিতা

মালদহে দেবের হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন তারকা অভিনেতা

‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেতা ‘সোধী’ নিখোঁজ, দায়ের অপহরণের মামলা