‘মোর্চার কোনও অস্তিত্ব নেই, ভোট শেষ মোর্চাও শেষ’, সীতারাম

ডেস্ক: ‘ইলেকশন শেষ, মোর্চাও শেষ’। শুক্রবার পরিষ্কার ঘোষণা সিপিএম (CPIM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা চলছিল তার এদিনই তার যবনিকা টানলেন সীতারাম।


২০২১ সালের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জোট বেঁধেছিল সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ। জোট হয়েছিল ঠিকই। তবে ভোটবাক্সে কোনও প্রভাবই ফেলতে পারেনি সংযুক্ত মোর্চা। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে জোট বাঁধা মোটেও ভালভাবে মেনে নেননি সিপিএম কর্মী-সমর্থকরা। সেই অসন্তোষই ভোটবাক্সে প্রতিফলিত হয়। বিধানসভা নির্বাচনে এমন শোচনীয় অবস্থায় হয় সিপিআইএমের।

আরও পড়ুন: ইচ্ছেপূরণ অর্পিতার ,তৃণমূলে বড় সাংগঠনিক দায়িত্বে প্রাক্তন সাংসদ


শুক্রবার সাংবাদিক বৈঠখ থেকে ইয়েছুরি বলেন, “ইলেকশন ছিল, মোর্চা ছিল। ইলেকশন শেষ, মোর্চাও শেষ।” এর পর উদাহরণ টেনে সিপিএম সাধারণ সম্পাদক বলেন, “জনতা পার্টি এসেছিল ইন্দিরা গান্ধীকে হারাতে। হারিয়ে দিল তারপর জনতা পার্টি শেষ। ইমিডিয়েট পারপাসের জন্য ফ্রন্ট তৈরি হয়। ইভেন্ট শেষ হলে পারপাস থাকে না।”

Related posts

মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১, দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন