278
কলকাতা: হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। সোমবার সকালেই অসুস্থতা বোধ করেন তিনি। বুকে অস্বস্তি নিয়ে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, কী হয়েছে এখনই বলা যাচ্ছে না। চিকিৎসার কারণে আপাতত কিছুদিন তাঁকে হাসপাতালেই থাকতে হতে পারে। অভিনেত্রীকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
সন্ধ্যা রায়ের সহকারী সংবাদ মাধ্যমের কাছে জানান, ‘‘আচমকাই বুকে অস্বস্তি শুরু হয়। জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি ওঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, কী হয়েছে এখনই বলা যাচ্ছে না। চিকিৎসার কারণে আপাতত দিন কয়েক তাঁকে ভর্তি থাকতে হতে পারে ৭৯ বছর বয়সি অভিনেত্রীকে।’’