মুম্বই: ভারতীয় বেতারের প্রখ্যাত ঘোষক এবং টক শো সঞ্চালক আমিন সায়ানি প্রয়াত। বুধবার তাঁর ছেলে রাজিল সাহানি জানান, মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন আমিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
রাজিল সায়ানি বলেছেন যে তাঁর বাবাকে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু বাঁচানো যায়নি। বৃহস্পতিবার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
১৯৩২ সালের ২১ ডিসেম্বর মুম্বইতে জন্মগ্রহণ করেন আমিন সায়ানি। রেডিও শ্রোতাদের কাছে তাঁর কণ্ঠস্বর হয়ে উঠেছিল অতিপরিচিত। নিজের সুমধুর কণ্ঠ এবং আকর্ষক শৈলী দিয়ে শ্রোতাদের মোহিত করেছিলেন তিনি। তিনি একজন ইংরেজি ভাষার সম্প্রচারক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন। তবে ভারতের স্বাধীনতার পর হিন্দিতেই শ্রোতার মন জয় করে নেন।
তাঁর একটি অনুষ্ঠান ‘বিনাকা গীতমালা’, যা রেডিও সিলন এবং পরে অল ইন্ডিয়া রেডিওর বিবিধ ভারতীতে প্রায় ৪২ বছর ধরে প্রচারিত হয়েছিল। সাফল্যের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ওই রেডিও অনুষ্ঠান। শুধু তাই নয়, পরবর্তীতে তাঁর কণ্ঠস্বর এবং বলার ঢং নকল করেও নামযশ পেয়েছেন অনেকেই।