ওয়েবডেস্ক : বছরের প্রথম দিনেই মুক্তি পেল কাজলের নতুন ছবি ‘ত্রিভঙ্গ’-র টিজার। এই ছবিতে কাজলকে দেখা যাবে এক ওড়িশি নৃত্যশিল্পীর চরিত্রে। আগামী ১৫ জানুয়ারী নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।
রেণুকা সহানী পরিচালিত এই ছবি গল্প বলবে তিন প্রজন্মের। তুলে ধরবে সম্পর্কের জটিলতা। ২০ সেকেন্ডের টিজারে কাজলকে মানসিক ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে দেখা যাচ্ছে। এই ছবিতে কাজলের সঙ্গে অভিনয় করবেন তন্বি আজমি এবং মিথিলা পালকর।
ভালবাসা কি সত্যিই শর্তহীন? পরিবারকে ঘিরে, পরিবারকে নিয়ে তৈরি ‘ত্রিভঙ্গ’ তা নিয়েই প্রশ্ন তুলে দেয়। পরিচালনার পাশাপাশি এই ছবির গল্পও রেণুকা সহানীর। এই ছবি সম্পর্কে টুইটারে রেণুকা জানিয়েছেন, কাজল, তন্বী এবং মিথিলা তাঁদের চরিত্রের জন্য মন প্রাণ ঢেলে দিয়েছেন।
তিনি যা চেয়েছিলেন, চরিত্রগুলিকে তার থেকেও অনেক বেশি কিছু দিয়েছেন ৩ অভিনেত্রী।
এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অজয় দেবগণ। ২০২০ সালের জানুয়ারী মাসে মুক্তি পেয়েছিল অজয়-কাজলের ‘তানহাজি’। গতবছরে বলিউডে সবচেয়ে বেশী টাকার ব্যবসাও করেছিল ‘তানহাজি’। এরপর মার্চ মাসে নারীকেন্দ্রিক শর্ট ফিল্ম ‘দেবী’তে অভিনয় করেন কাজল।
এবার লকডাউন পরবর্তী বিরতি কাটিয়ে ফের কাজ করলেন অভিনেত্রী। এবং এই ছবির মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে হাতেখড়ি হল কাজলের।