প্রথম পাতা বিনোদন রবিবাসরীয় বিকেলে ভিড় উপচে পড়ল চলচ্চিত্র উৎসবে

রবিবাসরীয় বিকেলে ভিড় উপচে পড়ল চলচ্চিত্র উৎসবে

479 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : রবিবার চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন , রবীন্দ্র সদন – নন্দন চত্বরে সিনেমাপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় সিনেমার দর্শক ছাড়াও বহু মানুষ ভিড় জমিয়েছিলেন । টিকিট কেটে সিনেমা দেখার সুযোগ না মেলায় , অনেকেই প্রর্দশনী দেখেছেন , আজকের আড্ডায় যোগ দিয়েছেন।

সাজানো উৎসব প্রাঙ্গনে সময় কাটিয়েছেন। মূল আকর্ষণ ছিল প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ওপর প্রর্দশনী।
” ডিজিটাল প্ল্যাটফর্ম সিনেমার ভাষা বদলে দিচ্ছে ” শীর্ষক একটি আলোচনায় অংশ নেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, পরিচালক হরনাথ চক্রবর্তী প্রমুখ ।

প্রযুক্তির উন্নতিতে অনেকেই তাঁদের সাধ্যের বাজেটেই চলচ্চিত্র নির্মাণে সক্ষম হচ্ছেন বলে বক্তারা মত প্রকাশ করেন ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.