প্রথম পাতা বিনোদন ‘করণ-বিজয়-পুরী’ ত্রয়ীর অপেক্ষায় ভারতীয় দর্শক

‘করণ-বিজয়-পুরী’ ত্রয়ীর অপেক্ষায় ভারতীয় দর্শক

781 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : ছবির ফার্স্ট লুক প্রকাশ হল আর উত্তেজনা ছড়িয়ে পড়লো দেশজুড়ে! করোনা পরবর্তী সময়ে এমনটা হচ্ছিল না মোটেই। ছবি পাল্টালো ‘করণ জোহর-বিজয়-দেবারাকোন্ডা-পুরী জগন্নাথ’ ত্রহ‍্যস্পর্শে।

করণ জোহরের সঙ্গে হাত মিলিয়েছেন ‘কবীর সিং’ খ্যাত বিজয় দেবারাকোন্ডা। তাঁর ছবির পোস্টার করণ জোহরের পোস্ট করতেই তোলপাড় ভারতের উত্তর থেকে দক্ষিণ।

তেলুগু ছবির সুপারস্টার বিজয় দেবারাকোন্ডাকে নিয়ে হইহই শুরু হয় ‘কবীর সিং’ ছবির পর থেকে। সেই উত্তেজনাকে কাজে লাগিয়েই পরিচালক-প্রযোজক করণ জোহর বলিউডে নিয়ে এলেন সুপারস্টারকে। তাঁর প্রযোজনায় মুম্বই ইন্ডাস্ট্রিতে পা রাখলেন ‘কবীর সিংহ’।

আরও পড়ুন : প্রকাশিত হলো বাংলা মিউজিক অ্যালবাম ‘আমি’

নতুন ছবি ‘লাইগার’-এর ফার্স্ট লুক প্রকাশ পেল কর্ণ জোহর ও ধর্ম প্রোডাকশনের হাত ধরে। ছবিটিতে দেখা যাচ্ছে, হাতে গ্লাভস পরে পাঞ্চিং স্টাইলে পোজ দিচ্ছেন দেবারাকোন্ডা। তাঁর পিছনে বাঘের দু’টো চোখ।

ছবিটির পরিচালনায় রয়েছেন তেলুগু ছবির বিখ্যাত পরিচালক পুরী জগন্নাথ। ছবিটি কেবল হিন্দিতে না, তেলুগু, তামিল, কন্নড়, মালায়লাম ভাষাতেও মুক্তি পাবে। প্যান ইন্ডিয়া অ্যাকশন ছবিতে দেবারাকোন্ডার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী অনন্যা পান্ডেকে। দু’জনের রসায়ন নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু বলিউডে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.