প্রথম পাতা বিনোদন প্রকাশিত হলো বাংলা মিউজিক অ্যালবাম ‘আমি’

প্রকাশিত হলো বাংলা মিউজিক অ্যালবাম ‘আমি’

517 views
A+A-
Reset

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় শনিবার প্রকাশ হলো বাংলা মিউজিক অ্যালবাম ‘ আমি ‘ । ইন্ডিয়ান আইডল জুনিয়র ২০১৩ সিজনে , দশজন ফাইনালিস্টের মধ্যে জায়গা করে নেওয়া রেহার এটিই প্রথম বাংলা অ্যালবাম । গান লিখেছেন স্মরজিৎ বন্দোপাধ্যায় । সুরারোপ করেছেন বাপ্পা অরিন্দম ।

এই উপলক্ষ্যে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক রেশমি মিত্র , সঙ্গীতকার জয় সরকার , বাবুল বোস , গৌতম সুস্মিত প্রমুখ ।

আরও পড়ুন : ৫১য় বিকিনিতে জে লো! আগুন লাগলো নেট দুনিয়ায়

ইতিমধ্যে হিন্দি ও মারাঠি ছবিতে গান গাওয়া রেহা , তাঁর প্রথম বাংলা গান ‘ আমি ‘ র জনপ্রিয়তা সম্পর্কে যথেষ্ট আশাবাদী ….. পরিচালক রেশমি মিত্র , রেহার ‘ আমি ‘ অ্যালবামটির সাফল্য কামনা করেছেন ….

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.