কলকাতা: সোমবার সাতপাকে বাঁধা পড়লেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। পরমব্রত চট্টোপাধ্যায়ের যোধপুর পার্কের বাড়িতে, খুব ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে সারলেন তাঁরা।
টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও মনো-সমাজকর্মী পিয়া চক্রবর্তী যে খুব শীঘ্রই যে গাঁটছড়া বাঁধবেন, সে খবরও শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরে। অবশেষে সোমবার হালকা শীতের আমেজে চার হাত এক হল।
এ দিন দুপুরে পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ সেরে ফেলেন পরম-পিয়া। তাঁদের বিয়ের অনুষ্ঠানে নিকট আত্মীয় এবং বন্ধুরা মিলে প্রায় ২৫-৩০ জন ছিলেন। ভাত, ডাল, মাছের কালিয়া, মাংস, চাটনি এবং মিষ্টিতে জমে যায় এদিনের ভুরিভোজ।
প্রসঙ্গত, ২০২১ সালে অনুপম রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় পিয়ার। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার প্রেমের গুঞ্জন সিনে ইন্ডাস্ট্রিতে রটতে দেরি হয়নি! পরমব্রত-পিয়ার বিয়ের খবরটা প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ‘মন খারাপের’ পোস্ট করেন অনুপম। তবে, ওই সব পোস্টে কোথাও কারও নাম নেই!