প্রথম পাতা বিনোদন পরম-শাশ্বত-ঋতু ত্রয়ীর ‘মহিষাসুরমর্দিনী’

পরম-শাশ্বত-ঋতু ত্রয়ীর ‘মহিষাসুরমর্দিনী’

468 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে একসঙ্গে একই ছবিতে এবার অভিনয় করতে দেখা যাবে।ছবির নাম ‘মহিষাসুরমর্দিনী’। ছবির পরিচালক রঞ্জন ঘোষ।

ঋতুপর্ণা, শাশ্বত, পরমব্রত ছাড়াও ছবিতে রয়েছেন সাহেব ভট্টাচার্য , কৌশিক কর, পৌলমী দাস, শ্রীতমা দে প্রমুখ। জানা গিয়েছে, ছবির কাহিনিটি আবর্তিত হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের চরিত্রকে কেন্দ্র করেই।

আরও পড়ুন : একি করলেন রাইমা! এভাবে কেউ মারে?

রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই চুঁচুড়ায় শ্যুটিং শুরু করে ফেলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। খুব শিগগিরি ঋতুপর্ণা এবং শাশ্বতর ও শুরু হবে।

সমাজে প্রতি মুহূর্তে নারীরা লাঞ্চিত এবং অত্যাচারিত হচ্ছেন। ভগবানের এমনই লীলা খেলা বাস্তবে দেখা যায়,যে মানুষ মাটির প্রতিমাকে পুজো করছে, সেই আবার নারীর লাঞ্ছনার কারণ হয়ে ওঠেছে।

সমাজের এই অন্ধকার দিকটাকেই তুলে ধরা হয়েছে ছবির চিত্রনাট্যে।এছাড়াও ছবিতে তুলে ধরা হয়েছে সাম্প্রতিক রাজনীতির ছোঁয়া এবং সম্পর্কের জটিল কিছু দিক।

শক্তিশালী ত্রয়ীর অনস্ক্রিন রসায়ন কেমন জমবে, তা নিয়ে দর্শকদের মনে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.