ওয়েবডেস্ক : ভালবাসা দিবসের প্রথম চিরকুট নাকি পাঠিয়েছিলেন ফ্রান্সের ওরলিঁও শহরের এক ডিউক! কে জানে? হতেও পারে। তবে একথা তো সত্যিই ভালোবাসা গোলাপে ফোটে।
টুকটুকে লাল গোলাপের সাজে নিজের প্রিয় রমণীটিকে দেখার সাধ তো হয়। আর ক্রাশ! ক্রাশ যদি দেখা দেয় ক্লিওপেট্রা হয়ে। হার্টবিট মিস করে মরেই যাবেন নিশ্চয়ই!
ভ্যালেন্টাইনের রাইমাকে দেখে ঠিক তেমনটাই হওয়ার জোগাড়।
আরও পড়ুন : ‘ডিপ নেক’-‘হাই স্লিট, লাস্যে-বিভঙ্গে ভাইরাল রাইমা-র ইন্সটা ছবি
লাল পোশাকে যেভাবে নিজেকে মেলে ধরেছেন মিস সেন! একেবারে কা-তি-লা-না! ওই লাল লাল হৃদয় বেলুন, ভালোবাসার চুম্বন তো সেকথাই বলছে। এই না হলে ভ্যালেনটাইন!
আবারও ফাগুন লেগেছে শহরের অলিগলিতে। এসেছে প্রেম দিবস। আগুন লেগেছে নেটদুনিয়ায়। রাইমাকে দেখে আর বলতেই পারবেন না ‘প্রেমে পড়া বারণ’! কারণ ইতিমধ্যেই রাই সুন্দরীর প্রেমে পরে আগুনে রূপে ঘায়েল হয়ে অনেকেরই ঠাই হয়েছে ভেন্টিলেশনে!