মুক্তি পেল কল্পবিজ্ঞান ভিত্তিক বাংলা চলচ্চিত্র ‘রহস্য দ্বীপ’

সাধনা দাস বসু : মুক্তি পেল বাংলা ছায়াছবি ‘রহস্য দ্বীপ’। কল্পবিজ্ঞানের কাহিনী নিয়ে নির্মিত এই ছবিটি ১৪ জুলাই শুক্রবার , প্রথম প্রদর্শিত হলো নজরুল তীর্থে। কাহিনী , চিত্রনাট্য ও পরিচালনা ইয়াসমিন ইব্রাহিম। যুগ্ম পরিচালক সর্বজিৎ মন্ডল। অভিনয় করেছেন অরূপ মন্ডল , রাজু মজুমদার , সোমা চক্রবর্তী প্রমুখ।

“দ্য হোয়াইট হর্স এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউজ” নিবেদিত প্রায় দু’ ঘন্টার এই ছবিতে ছিল টান টান উত্তেজনা। এই প্রথম ভিন গ্ৰহের প্রাণী নিয়ে ভিন্ন ধরণের বাংলা ছবি তৈরি করেছেন ইয়াসমিন ও সর্বজিৎ। ‘রহস্য দ্বীপ’ সব বয়সের দর্শকদের মন জয় করতে পারবে বলেই তাঁদের আশা।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল