‘ক্লিক’ এ শুরু হতে চলেছে ‘সার্চ’

দেবারতি ঘোষ : মুক্তি পেল সার্চের ট্রেলার।সিরিজের পরিচালক সন্দীপ সরকার।গল্প এবং চিত্রনাট্য লিখেছেন মধুমিতা সরকার। সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার,ভাস্বর চ্যাটার্জী,রাজেশ শর্মা,জয় সেনগুপ্ত, কৌশিক সেন, সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী,জয়দীপ মুখার্জী,বিশ্বজিৎ চক্রবর্তী।আবহ সংগীতে রয়েছেন বিনিত রঞ্জন মৈত্র।মুখ্য চিত্রগ্রাহক  সুদীপ্ত দে।সম্পাদনা করেছেন জয়ন্ত লাহা ও কৌস্তভ সরকার।সাজসজ্জায় রয়েছেন শঙ্কর ও বুলা।

কুখ্যাত গ্যাংস্টার জ্যাকি ভাইয়ের কাছে নেশাদ্রব্য চুরি করার পর মান্তা একটি ড্রাগচক্রের সঙ্গে জড়িয়ে পড়ে।এরপর এই চক্রের চোখে ধুলো দিয়ে মান্তা কালিম্পংয়ে তাঁর বোন জিনার শ্বশুর বাড়িতে আশ্রয় নিতে যায়।অন্যদিকে ওই ভয়ঙ্কর ‘মামলা’র তদন্ত বিভিন্ন ঘটনার ও একটি অবর্ণনীয় মোড়ের মধ্য দিয়ে পরিসমাপ্তি পায়।

মান্তা এবং জিনা’র দ্বৈত চরিত্র ভূমিকায় অভিনয় করেছেন মধুমিতা সরকার।যমজ বোন জিনা ও মান্তাকে কেন্দ্র করেই ‘ক্লিক’ এ খুব শীঘ্রই আসতে চলেছে ‘সার্চ’।

আরও পড়ুন: শ্রাবন্তীর চতুর্থ বিয়ে ঘিরে জল্পনা সোশ্যাল মিডিয়ায়

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল