ওয়েবডেস্ক : কালো পোশাকে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি। খোলা পিঠ চুম্বকে আকর্ষণ। সুন্দরীর ইনস্টাগ্রাম ছবি, বুকে তুলেছে ঝড়। ঘুম কেড়েছে নেটিজেনদের।
আয়নার সামনে দাঁড়িয়ে দক্ষিনী অভিনেত্রী শ্রিয়া শরণের তোলা বোল্ড ছবি সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে ৷ ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবির জাদুতে বুঁদ সকলে। কালো পোশাকে সেডাক্টিভ পোজে সবাইকে মাত দিয়েছেন চুলবুলি শ্রিয়া শরণ ৷ দুরন্ত ও দুর্দান্ত মুহূর্তে শ্রিয়া ৷
করোনা পরিস্থিতিকে সামলে সমস্ত কর্মক্ষেত্র ফের নতুন করে খুলতে শুরু করেছে ৷ কাজে ফিরেছেন অভিনেতা-অভিনেত্রীরাও। কেউ ছবি তো কেউ ওয়েব সিরিজে কাজ শুরু করেছেন।
আরও পড়ুন : যৌনতা থেকে হিংসা-রক্তারক্তি, বেলাগাম হওয়ার উপায় নেই, ওয়েব সিরিজের জন্য নতুন নিয়ম আনছে কেন্দ্র
শুরু হয়েছে বিজ্ঞাপন ও ফটোশ্যুটের কাজ। কদিন আগেই বেবি বাম্প নিয়ে ফটোশ্যুট করে হইচই ফেলে দিয়েছিলেন অনুষ্কা ও করিনা।
কোভিড পরবর্তী সময়ে কাজে ফিরেছেন শ্রিয়াও। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী।
শ্রিয়া শরণের সেই নতুন পোশাকের সেনসেশনাল ছবিতেই সোশ্যাল মিডিয়া কেঁপেছে ৷ শ্রিয়া শরণ ফর মাই সাউথ ডিভা ৷ এই ক্যাপশনই এখন সুপার ভাইরাল ৷