Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অগ্নিমন্থন: বড়পর্দায় সমাজের প্রতিচ্ছবি - NewsOnly24

অগ্নিমন্থন: বড়পর্দায় সমাজের প্রতিচ্ছবি

দেবারতি ঘোষ: বিজলী সিনেমা হলে সদ্যই হয়ে গেল ‘অগ্নিমন্থন’ ছবির স্পেশ্যাল স্ক্রিনিং। শুক্রবার মুক্তি পেয়েছে প্রবীর রায় পরিচালিত এই ছবি। এ দিন ‘অগ্নিমন্থন’-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন পরিচালক প্রবীর রায়, মেঘনাথ ভট্টাচার্য, অনিন্দ্য সরকার, অশোক রায়, প্রযোজক ফালাক রশিদ রায় ও নীল রায়-সহ অন্যান্যরা।

‘অগ্নিমন্থন’ দেখতে দেখতে ছবির কাহিনির সঙ্গে বাস্তব জীবনের মিল খুঁজে পাবেন দর্শক। কথায় বলে,’লোভে পাপ,পাপে মৃত্যু’, এই ছবি অতিরিক্ত লোভী সমাজের কথা বলে। লোভের ফলে পাপের কথা বলে। সিস্টেম-এর কথা বলে। কাহিনি যত এগিয়েছে,টানটান উত্তেজনা তত বেড়েছে। এই ছবির একদিকে যেমন লোভী সমাজ ও সিস্টেম-এর কথা বলে, অপরদিকে সাংবাদিকদের কণ্ঠরোধের কথা বলে। স্বাধীন ভাবে বাঁচার কথা বলে।

এ আর প্রোডাকশন এফ ফেস প্রেসেন্ট, রয়জ মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের উদ্যোগে ছবিটি প্রযোজনা করেছেন ফালাক রশিদ রায় এবং নীল রায়। ছবির বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মেঘনাথ ভট্টাচার্য, মৌমিতা গুপ্ত, অনিন্দ্য সরকার, অশোক রায়, মৈত্রী, বৈশালী মজুমদার, ঐশনী দাস-সহ অন্যান্যরা।

ছবির পরতে পরতে রয়েছে চমক। ছবির চিত্রনাট্য কোন দিকে যাচ্ছে,তা জানতে হলে সময় নষ্ট না করে শীতের আমেজ পরখ করতে করতে সপরিবারে বন্ধুবান্ধবদের নিয়ে দেখে আসুন ‘অগ্নিমন্থন’।

Related posts

হঠাৎ অসুস্থ গোবিন্দা! রাতে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি, স্থিতিশীল অবস্থায় বলিউড অভিনেতা

অসুস্থতার পর ছাড়া পেলেন ধর্মেন্দ্র, বাড়িতেই চলবে চিকিৎসা

আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ! কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়