ফ্ল্যাট থেকে উদ্ধার ‘একেনবাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্তের নিথর দেহ

প্রয়াত লেখক সুজন দাশগুপ্ত। কলকাতায় তাঁর নিজের ফ্ল্যাট থেকে বুধবার সকালে উদ্ধার হয় নিথর দেহ। গোয়েন্দা চরিত্র ‘একেনবাবু’র স্রষ্টা ছিলেন তিনি।

মূলত নিউ জার্সিতে থাকতেন সুজনবাবু। তবে বিগত বেশ কিছু মাস ধরে কলকাতায় ছিলেন তিনি। জানা যায়, তাঁর মেয়েও আমেরিকাবাসী। স্ত্রী গিয়েছেন শান্তিনিকেতনে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় কিছু ক্ষণের মধ্যেই। কী ভাবে মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে পরিচারিকা এসে তাঁর ফ্ল্যাটে বারংবার কড়া নাড়তেও সাড়া দেননি সুজনবাবু। এরপরেই ফ্ল্যাটের নিরাপত্তাকর্মীদের ডাকেন পরিচারিকা। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া না মেলায় খবর দেওয়া হয় সার্ভে পার্ক থানায়।

পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। বাথরুমের সামনের শোয়ার ঘরের মেঝে থেকে উদ্ধার হয় সুজনবাবু নিথর দেহ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল