জয়পুরে শ্যুটিংয়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত, প্রথমে তা নিজেও বুঝতে পারেননি সুস্মিতা সেন

গত ২ মার্চ আচমকাই হৃদরোগে আক্রান্ত হন সুস্মিতা সেন। চিকিৎসকরা জানান পরবর্তীকালে অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে তাঁকে সুস্থ করে তোলা হয়।

জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে ফিরে আসার লড়াইটা অনেকটা কঠিন ছিল। অ্যাঞ্জিওপ্লাস্টির মধ্যে দিয়ে তাঁকে সুস্থ করে তোলা হয়েছে। অভিনেত্রী জানান, তাঁর হৃদযন্ত্রে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল।

এরই মধ্যে সুস্মিতার সহ-অভিনেতা বিকাশ কুমার জানিয়েছেন, জনপ্রিয় ওয়েব সিরিজ আরিয়া-র তৃতীয় সিজনের শুটিংয়ের জন্য জয়পুরে নামার পরই হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন সুস্মিতা।

বিকাশ বলেন, ‘আরিয়া’ সিরিজের সিজন ৩-এর একটা বড়ো অংশের কাজ শেষ হয়েছে। শোটি রাজস্থান ভিত্তিক। কিছু বাইরের দৃশ্য রয়েছে যে কারণে জয়পুরে শ্যুট করতে হবে। টিম সেখানে পৌঁছানোর পর দুর্ভাগ্যবশত, সুস্মিতা সেন হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন। এ ব্যাপারে প্রথমে কিছু জানা যায়নি। তবে কয়েকদিনের মধ্যেই বিষয়টি প্রকাশ্যে আসে।

বিকাশ আরও বলেন, সুস্মিতা নিজেও হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার বিষয়ে সচেতন ছিলেন না। পরে সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর তিনি এ ব্যাপারে নিশ্চিত হন।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল