প্রাথমিকে নিয়োগ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

কলকাতা: সুপ্রিম কোর্টের পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ।

২০২২ সালের ২৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বিজ্ঞপ্তি দিয়েছিল, মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছিল, প্রাথমিকে নিয়োগ পরীক্ষা (টেট)-য় উত্তীর্ণ যে সব প্রার্থী ২০২০-২২ সালে ডিএলএড প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছেন, তাঁরা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তই বহাল রেখেছিলেন। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই মামলাকারীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। তাঁদের দাবি, এই ২০২০-২২ বর্ষের পড়ুয়াদের প্রশিক্ষণই শেষ হয়নি। তা হলে কী ভাবে তাঁরা পরীক্ষায় বসেন? মঙ্গলবার ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয়।

Related posts

গরমে হাঁসফাঁস গোটা রাজ্য, স্বস্তি ফিরতে ঢের বাকি

২৫,৫৭৩ জন চাকরিহারার অ্যাকাউন্টে বেতন ঢুকল, কথা রাখল রাজ্য সরকার

বিকাশকে ঘিরে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের একাংশের