27
অভিনেতা টিকু তালসানিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর। ৭০ বছর বয়সী এই অভিনেতা “দিল হ্যায় কি মানতা নহি” (১৯৯১), “কভি হা কভি না” (১৯৯৩) এবং “ইশক” (১৯৯৭)-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।
খবরে বলা হয়েছে, শুক্রবার তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন এবং বর্তমানে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি রয়েছেন।
Telly Chakkar-এর প্রতিবেদন অনুযায়ী, টিকু তালসানিয়ার অবস্থা অত্যন্ত সংকটজনক। তবে, তাঁর স্বাস্থ্য সংক্রান্ত আরও বিশদ আপডেট এখনও পাওয়া যায়নি।