কলকাতা: টালা ও পলতার পর এবার গার্ডেনরিচে জল সরবরাহ বন্ধ থাকবে। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ জানুয়ারি সকাল ৯টা থেকে গার্ডেনরিচ জল উৎপাদন কেন্দ্র বন্ধ রাখা হবে। এই বন্ধের কারণ জরুরি মেরামত কাজ।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, জল সরবরাহ বন্ধ থাকার পর তা আবার ১৯ জানুয়ারি সকাল ৬টা থেকে চালু হবে। এই কারণে কালীঘাট, চেতলা, বেহালা, পর্ণশ্রী, কসবা-সহ গোটা দক্ষিণ কলকাতা এবং সংযুক্ত এলাকার প্রায় সব ওয়ার্ডে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। পিজি হাসপাতাল এবং পিটিএস অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ এলাকাও এই পরিষেবা বন্ধ থাকার প্রভাব অনুভব করবে।
পুরসভা সূত্রে জানা গেছে, সরাসরি গঙ্গা থেকে জল তুলে পরিস্রুত করে জলাধার থেকে সরবরাহ করা হয়। মেরামতের কাজ শেষ হলেই জল সরবরাহ ফের স্বাভাবিক হবে। তাই বাসিন্দাদের আগেই জল সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।