ওয়েবডেস্ক : ‘বডি পজিটিভিটি মুভমেন্ট’। বিশ্ব জুড়েই এখন এটাই ট্রেন্ড। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে রাস্তায় নেমেছে মানুষ। শরীর, তা সে যে রকমই হোক, যা সত্য, তাই সুন্দর। বডি শেমিং বা বর্ণ বিদ্বেষের কোনও স্থান সেখানে নেই।
নেটদুনিয়াতেও আছড়ে পড়েছে ‘বডি পজিটিভিটি মুভমেন্ট’। সম্প্রতি এই মুভমেন্টে সামিল হলেন মারাঠি অভিনেত্রী বনিতা খারাট। সকলের সামনে নিজের শরীরের আকার, আকৃতি, রং মেলে ধরলেন ‘কবীর সিং’ খ্যাত অভিনেত্রী।
শাহিদ কপূরের বহুল চর্চিত ছবি ‘কবীর সিং’-এ পরিচারিকার ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন বনিতা। এবার প্রচলিত ধ্যানধারণাকে ভেঙে দিলেন অভিনেত্রী। সৌন্দর্যের সংজ্ঞা বদলানোর পথে অনুপ্রাণিত করলেন হাজারও মানুষকে।
নগ্ন ছবি পোস্ট করলেন বনিতা। ছবিতে দেখা যাচ্ছে নীল ব্যাকগ্রাউন্ডের সামনে বসে রয়েছেন বনিতা। সামনে ধরে রয়েছেন নীল রঙের একটি ঘুড়ি। কোঁকড়া চুল বেয়ে পড়েছে পিঠ দিয়ে। উৎফুল্ল বনিতা হেসে উঠেছেন।
ক্যাপশনে লেখা, ‘আমি আমার প্রতিভা, কাজের প্রতি প্যাশন ও আত্মবিশ্বাসের জন্য গর্বিত। আমি আমার শরীর নিয়ে গর্বিত। কারণ, আমি নিজের মতো। এসো সবাই হাতে হাত মিলিয়ে বডি পজিটিভিটি মুভমেন্ট-এ যোগ দিই।’