প্রয়াত সত্যজিৎ রায়ের ‘জন অরণ্য’-এর ‘সোমনাথ’

প্রয়াত হলেন সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘জন অরণ্য’-এর ‘সোমনাথ’ চরিত্রের অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়।ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি ছিলেন দমদম ক্যান্টনমেন্টের এক হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবারই তাঁকে দেওয়া হয়েছিল ভেন্টিলেশনে। তবে সুস্থ হয়ে ঘরে ফেরা আর হল না। ৭৬- বয়সে না ফেরার দেশে  বর্ষীয়ান অভিনেতা ।এই বছরের শুরুতেই দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছিলেন প্রদীপ মুখোপাধ্যায় আর তারপর থেকেই শয্যাশায়ী ছিলেন। কিন্তু এর পরেও সুস্থ হয়ে শ্যুটিং ফ্লোরে ফিরেছিলেন তিনি। এবং শুটিং শেষও করেছিলেন। তার পরেই অসুস্থ হয়েছিলেন। সেখানেই আজ, সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে প্রয়াত হন। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

সত্যজিৎ রায় থেকে বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন থেকে ঋতুপর্ণ ঘোষ– অনেকের ছবিতেই অভিনয় করেছেন প্রদীপ মুখোপাধ্যায়।  সত্যজিৎ রায়ের ১৯৭৬ সালে সত্যজিৎ রায়ের ‘জন অরণ্য’ ছবির হাত ধরে প্রচারের আলোয় আসেন অভিনেতা। এরপর অজস্র ছবিতে কাজ করেন তিনি। ১৯৭৮ সালের ‘গোলাপ বউ’, ১৯৭৯ সালের দৌড়, ১৯৮১ সালের ‘দূরত্ব’ থেকে শুরু করে ১৯৯২ সালের ‘হীরের আংটি’, ‘শাখা প্রশাখা’, ‘দহন’-এর মতো ছবিতে কাজ করেছেন।  ২০২১ সাল পর্যন্তও একাধিক আধুনিক ছবিতে কাজ করে গেছেন তিনি। ‘উৎসব’, ‘যেখানে ভূতের ভয়’, ‘মাছ, মিষ্টি অ্যান্ড মোর’, ‘গয়নার বাক্স’, ‘বাদশাহী আংটি’. ‘সজারুর কাঁটা’, ‘কহানি ২’, ‘তরুলতার ভূত’ প্রমুখ ছবিতে তাঁর অনবদ্য অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

Related posts

‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেতা ‘সোধী’ নিখোঁজ, দায়ের অপহরণের মামলা

মুক্তি পাচ্ছে অজয় দেবগনের ‘ময়দান’, দেখা যাবে একাধিক বাঙালি অভিনেতাকে

তারকাখচিত হোলি উদ্‌যাপন! কিংস এন্টারটেইনমেন্টের জমজমাট ‘কিংসমেনিয়া হোলি উৎসব ২০২৪’