• https://www.langdonparkatwestcovina.com/
  • Mbokslot
  • https://data.pramukajabar.or.id/
  • http://103.206.170.246:8080/visi/
  • https://siakad.stkippgri-bkl.ac.id/
  • https://lms.rentas.co.id/
  • https://siakad.stkippgri-bkl.ac.id/pengumuman
  • https://yahooo.co.com/
  • https://smartgov.tapinkab.go.id/method
  • https://sptjm.lldikti4.id/banner/
  • mbokslot
  • https://ikom.unismuh.ac.id/
  • https://rsumitradelima.com/assets/default/
  • https://sptjm.lldikti4.id/storage/
  • https://www.langdonparkatwestcovina.com/floorplans
  • https://silancar.pekalongankota.go.id/newsilancar/
  • https://app.mywork.com.au/login
  • https://dms.smhg.co.id/assets/js/hitam-link/
  • https://smartgov.bulelengkab.go.id/image/
  • https://rsupsoeradji.id/
  • slotplus777
  • https://ibs.rshs.or.id/operasi.php
  • https://www.saudi.dccisummit.com/agenda/
  • Mbokslot
  • http://103.81.246.107:35200/templates/itax/-/mbok/
  • https://alpsmedical.com/alps/
  • https://pastiwin777.cfd/
  • https://elibrary.rac.gov.kh/
  • https://heylink.me/Mbokslot.com/
  • https://sman2situbondo.sch.id/
  • https://www.capitainestudy.fr/quest-ce-que-le-mba/
  • ১৯শে কলকাতা পুরভোট, একগুচ্ছ কোভিড নির্দেশিকা সহ জারি বিজ্ঞপ্তি - NewsOnly24
    প্রথম পাতা খবর ১৯শে কলকাতা পুরভোট, একগুচ্ছ কোভিড নির্দেশিকা সহ জারি বিজ্ঞপ্তি

    ১৯শে কলকাতা পুরভোট, একগুচ্ছ কোভিড নির্দেশিকা সহ জারি বিজ্ঞপ্তি

    331 views
    A+A-
    Reset

    ডেস্ক : জারি হল কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি। আগামী ১৯ ডিসেম্বর। হবে কলকাতা পূরসভার নির্বাচন এবং আগামী ২২ ডিসেম্বরের মধ্যে শেষ করে ফেলতে হবে ভোট গণনার কাজ। বৃহস্পতিবার সকালে বিজ্ঞপ্তি জারি করে জানাল নির্বাচন কমিশন। একইসঙ্গে কমিশনের ঘোষণা, এবারও কলকাতা পুরসভার ভোট গ্রহণ হবে ইভিএম এর মাধ্যমেই। এছাড়াও এই মুহূর্তে রাজ্যের কারোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুরভোটের ক্ষেত্রেও নির্বাচন কমিশনের তরফে জারি করা হয়েছে একগুচ্ছ নিষেধাজ্ঞা।

    কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী প্রচার পর্ব চলাকালীন প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী দিন সকাল ১০টা পর্যন্ত করা যাবে না কোনও বড়সড় মিটিং কিংবা মিছিল। এছাড়াও প্রচার পর্বে কোনওরকম বড় জমায়েতের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। কমিশনের তরফে স্পষ্ট ঘোষণা, মনোনয়নের দিন থেকে শুরু করে ভোট প্রক্রিয়া সমাপ্ত হওয়া পর্যন্ত গোটা বিষয়টির উপর নজর রাখবে নির্বাচন কমিশন।

    কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ভোট গ্রহণ হবে আগামী ১৯ ডিসেম্বর। ভোট গ্রহণের সময়সীমা হবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। আগামী ২২ ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ করে ফেলতে হবে গোটা ভোট গ্রহণ প্রক্রিয়া এবং ২২ ডিসেম্বরের মধ্যেই হবে ফলাফল ঘোষণা। মোট পোলিং বুথের সংখ্যা থাকছে ৪৭৪২টি। অক্সিলিয়ারি বুথের সংখ্যা ৩৮৫টি। ভোট গ্রহণ হবে কলকাতার মোট ১৪৪ ওয়ার্ড। এবারের কলকাতা পুরভোটের ক্ষেত্রে মোট ভোট দাতার সংখ্যা ৪০লাখ ৪৮হাজার ৩৫২ জন।

    রাজ্য নির্বাচন কমিশনের তরফে কলকাতা পুরভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও কমিশনের এই বিজ্ঞপ্তি জারি নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এক্ষেত্রে বিজেপির বক্তব্য, পুরভোট সংক্রান্ত বিষয়টি এই মুহূর্তে আদালতের বিচারাধীন। বিজেপির দাবি ছিল যে, রাজ্যের সব পুরসভার ভোট করতে হবে একইসঙ্গে। সেই বক্তব্যে এখনও অনড় পদ্ম শিবির। ফলে কমিশনের এই বিজ্ঞপ্তি ঘোষণার বিষয়টি নিয়ে ফের একবার আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি, এমনটাই সূত্রের খবর। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে হাওড়া ও কলকাতা দুই পুরসভার নির্বাচন একই দিনে করবার বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা চলছিল বলে জানা গিয়েছিল। যদিও এদিন হাওড়ার পুরভোট নিয়ে কোনও কিছু জানায়নি রাজ্য নির্বাচন কমিশন। এক্ষেত্রে আরও উল্লেখ্য, হাওড়া পুরনিগম সংশোধনী বিল বিধানসভায় পাশ করানো হয়ে গেলেও এই বিলে এখনও পর্যন্ত সই করেননি রাজ্যপাল জগদীপ ধনখড়। মনে করা হচ্ছে, এই কারণেই হাওড়ার পুর নির্বাচন নিয়ে এখনই বিজ্ঞপ্তি জারি করা সম্ভব হয়নি কমিশনের পক্ষে। তবে কলকাতার ভোট পর্ব আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হলেও, হাওড়া সহ রাজ্যের বাকি পুরসভাগুলির ভোট পর্ব ঠিক কবে সম্পূর্ণ হবে, তা নিয়ে কিন্তু এখনও ধন্দ রয়েই গেল।

    আরও খবর

    মন্তব্য করুন

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.