লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকাহত সারা দেশ, দু’দিনের জাতীয় শোক ঘোষণা

প্রয়াত ভারতীয় সংগীত জগতের প্রকৃত নক্ষত্র সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মহান এই গায়িকার প্রয়াণে শোকাহত সারা দেশ। তাঁর মৃত্যুতে দেশজু়ড়ে দু’দিন পালিত হবে জাতীয় শোক। ঘোষণা কেন্দ্রের।

বিশ্ববিখ্যাত এই গায়িকার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রিয় লতাজির প্রয়াণে নিজের গভীর শোক ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লতা মঙ্গেশকরের প্রয়াণে লিখেছেন “স্বর্গীয় সুর। অতুলনীয় মানুষ। একজন ভারতরত্ন। লতাজির কৃতিত্ব অতুলনীয়। লতাজির মৃত্যু হৃদয় বিদারক। তাঁর গানে দেশের ঐতিহ্য আর সংস্কৃতি ফুটে উঠত।”

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৬ এবং ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। পালিত হবে রাষ্ট্রীয় শোক। রবিবার সন্ধে সাড়ে ছ’টায় মুম্বইয়ে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে মহান এই শিল্পীর শেষকৃত্য। শিল্পীকে শেষশ্রদ্ধা জানাতে তাঁর শেষ কৃত্যে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related posts

শ্লীলতাহানির পর প্রকাশ্যে পুরনো এক ধর্ষণের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়

রচনার সমর্থনে আজ নির্বাচনী জনসভায় মমতা