বড়জোড়ার কারখানায় বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ২

বাঁকুড়ার বড়জোড়ার বেসরকারি সংস্থার ব্লাস্ট ফার্নেস বিস্ফোরণ। মঙ্গলবার রাতে মৃত্যু হয় এক শ্রমিকের। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শ্রমিকের মৃত্যু হল। এখনও বেশ কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনায় প্রকাশ, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ব্লাস্ট ফার্নেসের কাছে কাজ করছিলেন প্রায় ২৫ জন শ্রমিক। তখনই ব্লাস্ট ফার্নেসটিকে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঝলসে যান প্রায় ১৫ জন। আহতদের বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রেফার করা হয় দুর্গাপুরের হাসপাতালে। পরে আরও রোগীদের পাঠানো হয় দুর্গাপুরে।

মঙ্গলবার রাতেই মৃত্যু হয় মহম্মদ আজিজ নামে এক শ্রমিকের। জানা গিয়েছে, বিহারের সমস্তিপুরের বাসিন্দা তিনি। কাজের সূত্রে থাকতেন বড়জোড়ায়। বুধবার ভোরে মৃত্য়ু হয়েছে রমেশ কুমার নামে আরেক শ্রমিকের। তিনি উত্তরপ্রদেশের মুজফ্‌ফপুরের বাসিন্দা তিনি।

Related posts

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২

তাপপ্রবাহের মতো পরিস্থিতির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়