টেট বনাম টেট! ২০১৪-র পর এ বার আন্দোলনে ২০১৭-র টেট প্রার্থীরাও

টেট আন্দোলনকারী। প্রতীকী ছবি

কলকাতা: সল্টলেকের করুণাময়ীতে টেট-২০১৪ উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনের বৃহস্পতিবার পড়েছে চতুর্থ দিনে। আর এ বার আন্দোলনে নামলেন ২০১৭-র টেট প্রার্থীরা।

সল্টলেকে গত কয়েকদিন ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন ২০১৪-র টেট প্রার্থীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, পদ্ধতি মেনে আবেদন ও ইন্টারভিউয়ে বসতে হবে ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। আন্দোলনকারীদের দাবি, তাঁরা দু’-দু’বার ইন্টারভিউ দিয়েছেন, ফের ইন্টারভিউ দিতে নারাজ।

এ বার সল্টলেক-এর ১০ নম্বর ট্যাঙ্কের কাছে আন্দোলন শুরু করেছেন ২০১৭-র টেট প্রার্থীরা। তাঁদের দাবি, ২০১৪-র প্রার্থীদের দাবি নায্য নয়। ২০১৭-র প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে বলে দাবি করেছে অনশন শুরু করেছেন তাঁরা।

তাঁদের দাবি, “২০১৪ টেট প্রার্থীরা দু’বার ইন্টারভিউ দেওয়ার পর কেন ফের সুযোগ দেওয়া হবে? ২০১৪ টেট প্রার্থীরা টেট দেওয়ার পরে ট্রেনিং নিয়েছেন, যা অনৈতিক। এনসিটি-র নিয়ম অনুযায়ী আগে ট্রেনিং নিয়ে তারপর আমরা টেট পাশ করেছি। পর্ষদ এখানে দ্বিচারিতা করছে”।

আরও পড়ুন: ধনতেরাস কবে? এই বিশেষ দিনে কেন কেনাকাটা করা হয়

Related posts

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২