মুম্বই: সোমবার রাতে মুম্বইয়ের কুরলা ওয়েস্টে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়। আহত হয়েছেন ৪৯ জন। সংশ্লিষ্ট মহল আশঙ্কা করছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
চালক দাবি করেছেন, বাসের ব্রেক খারাপ হয়ে যাওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিলেন, যার ফলে দুর্ঘটনা ঘটে।
রাজ্য পরিবহণ দফতরের ইনস্পেক্টর ভরত যাদব জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ব্রেক ঠিকঠাক বলেই মনে হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা ঘটে রাত ৯:৩০ নাগাদ, যখন বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বিইএসটি)-এর ৩৩২ নম্বর বাস কুরলা স্টেশন থেকে আন্ধেরি ওয়েস্টের আগরকর চকের দিকে রওনা দিয়েছিল। কিন্তু মাত্র ১০০ মিটার যেতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা দিতে থাকে।
ধাক্কা লাগে উলটো দিক থেকে আসা দু’চাকার গাড়ি ও দুটি অটোতে। একটি অটো পুরোপুরি পিষে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। বাসটি পথচারীদেরও ধাক্কা মারে। অবশেষে ডক্টর আম্বেদকর নগর হাউসিং কমপ্লেক্সের কাছে বাসটি থেমে যায়।
এই দুর্ঘটনা নিয়ে পুলিশ এবং পরিবহণ দফতর যৌথ তদন্ত শুরু করেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।