Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কাবুলে আটকে পড়া ৮৭ জন ভারতীয় অবশেষে দেশে ফিরলেন, তৃতীয় বিমানে আসছেন আরও ১০৭! - NewsOnly24

কাবুলে আটকে পড়া ৮৭ জন ভারতীয় অবশেষে দেশে ফিরলেন, তৃতীয় বিমানে আসছেন আরও ১০৭!

ডেস্ক: বিমানে উঠেই ভারতের জয়ধ্বনি দিয়ে উঠলেন আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়রা। কাবুলে আটকে পড়া ৮৭ জন ভারতীয় অবশেষে দেশে ফিরলেন। একই বিমানে কাবুল থেকে দিল্লি পৌঁছেছেন নেপালের ২ জন নাগরিকও। কাবুল বিমানবন্দরের টারম্যাকে বহু লোকের ভিড়। ফলে সেখানে বড় বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে। ভারত সরকার সিদ্ধান্ত নেয়, ছোট বিমানে কাবুল থেকে ভারতীয়দের তাজিকিস্তানের দুসানবে-তে আনা হবে। সেখান থেকে তাঁদের ফেরানো হবে দেশে।

তবে এখনও কাবুলে আটকে প্রায় হাজারের উপরে ভারতীয়। তাদের মধ্যে ৩০০ জনকে রবিবারই দেশে ফেরানো হতে পারে বলে খবর। আফগানিস্তান তাবিলানি দখলে চলে যাওয়ার পর থেকেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেখানে। এমতাবস্থায় সেখানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে তৎপর দিল্লি। 

আরও পড়ুন: ১১বিরোধী দলের ১১ দিন ধরে ১১টি দাবিতে দেশ জোড়া প্রতিবাদ


বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সেই উদ্ধারকার্যের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন। তাঁর পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ‘ভারত মাতা কি জয়’ বলতে বলতে ফিরছেন ভারতীয়রা। জানা গিয়েছে, আফগানিস্তানের দূতাবাসের সব কর্মীকে ইতিমধ্যেই ফিরিয়ে এনেছে ভারত। তবে এখনও সে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে হাজার খানেক ভারতীয়। সরকারি নির্দেশিকা মেনে ভারতে পৌঁছনোর পরই ওই ভারতীয়দের আরটি-পিসিআর টেস্ট করা হবে।

Related posts

এসআইআর স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, ‘পরিকল্পনাহীন ও বিপজ্জনক’ বলে নির্বাচন কমিশনকে চিঠি মমতার

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত, বাড়ছে তাপমাত্রা—শীতের গতি থমকাল রাজ্যে