প্রথম পাতা খবর আরব সাগরের পাড়ে জোড়া ফুল, গোয়ায় পৌঁছলেন ডেরেক, প্রসূনরা

আরব সাগরের পাড়ে জোড়া ফুল, গোয়ায় পৌঁছলেন ডেরেক, প্রসূনরা

70 views
A+A-
Reset

ডেস্ক: আরব সাগরের পাড়ে জোড়া ফুল ফোটাতে তৎপর তারা। আগামী বছর ৪০ আসনের গোয়া বিধানসভায় ভোট। সেখানেই আসন দখলের লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় রীতিমতো সমীক্ষার কাজ শুরু করেছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক (IPAC)।  শুক্রবারই উপকূলের সে রাজ্যে পৌঁছেছেন তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং প্রসূন বন্দ্যোপধ্যায়। তৃণমূল (Trinamool Congress) সূত্রে খবর, আগামী সাতদিন সেখানেই থাকবেন তাঁরা। একাধিক নেতার সঙ্গে বৈঠকও করবেন।


আগামী বছরই গোয়ায় বিধানসভা ভোট। ফেব্রুয়ারিতে ৪০ আসনের গোয়া বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। শোনা যাচ্ছে, সেই নির্বাচনের প্রচারে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতৃত্ব।
২০১৭ সালের বিধানসভা ভোটে কংগ্রেস জিতেছিল ১৭টি আসন। বিজেপি জিতেছিল ১৩টি আসন। যদিও রাজনৈতিক পালাবদলের পরে, বিজেপি সরকার গঠন করে। এবার গোটা দেশ জুড়ে বিজেপির একমাত্র প্রতিদ্বন্দ্বী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে(CM Mamata Banerjee) তুলে ধরতে চায় তৃণমূল কংগ্রেস। বিজেপির একমাত্র শক্তিশালী বিরোধী যে মমতা বন্দোপাধ্যায়ই তা বোঝাতে পশ্চিমের রাজ্যে (TMC Goa) এবার সংগঠন গড়তে চলেছে তৃণমূল।

আরও পড়ুন: প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে ভবানীপুরে প্রচারে সম্বিত পাত্র, ‘তুম হো ঠ্যাহরে পরদেশি’, গানে কটাক্ষ তৃণমূল কর্মীদের


সূত্রের খবর, গত এক মাসের বেশি সময় ধরে আইপ্যাকের প্রায় ২০০ জন কর্মী সমীক্ষার কাজ চালিয়েছেন গোয়ায়। প্রাথমিক সমীক্ষার একটা রিপোর্টও জমা পড়েছে বলেই সূত্রের দাবি। বেশ কয়েকটি বিষয়ে আলোকপাত করতে শুক্রবারই গোয়ায় পৌঁছেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। রয়েছেন হাওড়া লোকসভা কেন্দ্রের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও।
সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য অন্য রাজ্যেও ঘাসফুলের প্রভাব বাড়ানো। সেই লক্ষ্যেই ত্রিপুরা, অসম, উত্তর প্রদেশের পর এবার গোয়ায় নজর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.