বাস থেকে নামবার সময় সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। চলন্ত বাস থেকে নামার সময় পিছনদিক আসা বাস পিষে দেয় ওই যুবককে। জানা গিয়েছে ওই যুবক বিহারের বাসিন্দা।
শনিবার সল্টলেকেই বাস থেকে নামার কথা ছিল ওই যুবকের। কলকাতায় চাকরির পরীক্ষার জন্য় এসেছিলেন তিনি। দূর্ঘটনার পরপরই এলাকায় হইচই পড়ে যায়। স্থানীয়রা আহত যুবককে বিধান নগর মহকুমা হাস্পাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। হাস্পাতালে নিয়ে যেতে যেতেই যুবকটির মৃত্যু হয়।
যুবকটির সঙ্গে থাকা পরিচয় পত্র থেকে তাঁর নাম ও ঠিকানা পাওয়া যায়। জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম ভোলা বাল্মিকী। শনিবার সকালে বেনফিশ মোড়ে বাস থেকে নামার কথা ছিল তাঁর। চলন্ত বাস থেকে নামতে যান ভোলা, সেই সময় টেকনো ইন্ডিয়া কলেজের দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা অপর একটি বাস ভোলাকে পিষে দেয়।
বিধাননগর পুলিশের তরফে ভোলার পরিবারে খবর দেয়া হয় এবং দেহ ময়নাতদন্তের জন্য় পাঠান হয়। ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে। যদিও বাস চালককে খুঁজে পাওয়া যায়নি।
25