প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি ঘিরে সরগরম দিল্লি, বহু জায়গা থেকে আটক কেজরি-সমর্থকরা

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর গ্রেফতারির প্রতিবাদে ৭, লোককল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে আম আদমি পার্টি। এই আবহে মঙ্গলবার সকাল থেকেই সরগরম দিল্লি।

কেজরিওয়ালকে গ্রেফতারির প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তাল রাজধানীর রাজপথ। দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছেন আপ-সমর্থকরা। মঙ্গলবার ব্যস্ত কর্মদিবসে আপ-এর কর্মসূচি ঘিরে আবারও বিক্ষোভ উত্তাল উঠল রাজধানী।

আপ-এর তরফে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। কিন্তু আপ কর্মী-সমর্থকরাও নিজেদের লক্ষ্যে অনড় ! তাই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি , কথা কাটাকাটি, অশান্তি শুরু হয়ে যায় তাদের। টেনে-হিঁচড়ে তাঁদের পুলিশের গাড়িতে তোলা হয় প্রতিবাদীদের।

এ দিনের কর্মসূচির জন্য সকাল ১০টার সময় দলের সমর্থকদের পটেল চক এলাকায় জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আপ নেতৃত্বের তরফ থেকে। এই আবহে জমায়েত বাড়তেই পটেল চক মেট্রো থেকে শুরু করে আশেপাশএর জায়গা থেকে আম আদমি পার্টি কর্মী-সমর্থকদের আটক করে দিল্লি পুলিশ।

Related posts

প্রমাণ ছাড়াই ‘চুরি’র অভিযোগ, এ বার মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার