প্রথম পাতা খবর সিবিআই লেলিয়ে লাভ নেই, রুজিরাকে জেরায় বিজেপিকে খোলা হুঁশিয়ারি অভিষেকের

সিবিআই লেলিয়ে লাভ নেই, রুজিরাকে জেরায় বিজেপিকে খোলা হুঁশিয়ারি অভিষেকের

105 views
A+A-
Reset

ওয়েবডেস্ক: বুধবার সাহাগঞ্জে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঠাকুরনগরের সভা থেকে সেই সুরই আরও চড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়।

কয়লাকান্ডে স্ত্রী রুজিরাকে সিবিআই জেরা প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধোনা করলেন অভিষেক। বললেন, যতই সিবিআই, ইডি লেলিয়ে দিন, কোনও লাভ হবে না। আমার জেদ দ্বিগুণ। মেরুদন্ড বিক্রি করবো না।

বুঝিয়ে দিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে তৃণমূল তথা দলের সদস্যদের পরিবারকে মোটেও চাপে ফেলা যাবে না।

অভিষেক চ্যালেঞ্জের সুরে আরও বলেন, মানুষ সব জবাব দেবে ভোটে। এবার তৃণমূল ২৫০-র বেশি আসন পাবে। আত্মবিশ্বাসী অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়।

আরও পড়ুন : আলোর প্রকল্পে বরাদ্দ ১৭ কোটি, দ্রুত কাজ শুরু বিধাননগরে

এদিন দুপুরে ঠাকুরনগরে মতুয়া অধ‍্যুষিত এলাকায় জনসভা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

চলতি মাসের গোড়ার দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরনগরে সভা করেছিলেন। সভামঞ্চ থেকে তিনি মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জানিয়েছিলেন যে করোনার টিকাকরণ শেষ হলেই CAA লাগু করা হবে। তারই পালটা সভায় আজ একই মাঠে হাজির ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন প্রথমে তিনি মতুয়াদের মূল উপাসনাস্থল হরিচাঁদ মন্দিরে গিয়ে পুজো দেন। এরপর সেখান থেকে সোজা সভাস্থলের মাঠে পৌঁছে যান। সেখান থেকেই সিবিআই জেরা, নাগরিকত্ব ইস্যু-সহ একাধিক বিষয়ে বিজেপির উদ্দেশে একের পর এক তোপ দাগেন তৃণমূল সাংসদ।

উত্তর দিলেন স্লোগান ইস্য়ুতেও। অভিষেকের কথায়, আমার গলা কেটে দিলেও, গলা থেকে ‘জয় বাংলা’ স্লোগানই বেরবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.