Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সন্দেশখালির ঘটনার পর এই প্রথম বসিরহাট যাচ্ছেন অভিষেক - NewsOnly24

সন্দেশখালির ঘটনার পর এই প্রথম বসিরহাট যাচ্ছেন অভিষেক

কলকাতা: আজ, বুধবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক দিন আগে সন্দেশখালির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য-রাজনীতিতে। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালি।

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলার ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণণূল। প্রচারও শুরু করেছেন অভিষেক। এর আগে, ময়নাগুড়ি, নারায়ণগড়, গঙ্গারামপুরে লোকসভা ভোটের প্রচারে সেরেছেন। এ বার অভিষেকের গন্তব্য বসিরহাট।

সন্দেশখালির ঘটনা আচমকা যেন নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। তবে শুধু বাংলাতেই নয়, দেশের রাজধানীতেও সন্দেশখালির ঢেউ আছড়ে পড়েছিল। সন্দেশখালির প্রসঙ্গ উঠে এসেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও এই সন্দেশখালির প্রসঙ্গ তুলে রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় বিঁধেছেন।

তবে, গত এক-দেড় সপ্তাহে সন্দেশখালি নিয়ে বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। সন্দেশখালিতে অশান্তির ঘটনা নিয়ে তোলপাড় হওয়ার পর অভিষেক এই প্রথম বসিরহাটে যাচ্ছেন। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে হাজি নুরুল ইসলামকে। তাঁর সমর্থনেই একটি সভা হবে। এসএসএ ফুটবল ময়দানে জনসভা করবেন অভিষেক।

Related posts

এ বার রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ কল্যাণ

পার্থর পর কল্যাণময়, ইডির পরে সিবিআই মামলায়ও জামিন, জেলমুক্তি শুধু সময়ের অপেক্ষা

এসআইআরে ২৮ জনের মৃত্যু! কমিশনকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর, ‘অপরিকল্পিত সিদ্ধান্তেই যাচ্ছে মূল্যবান প্রাণ’