সন্দেশখালির ঘটনার পর এই প্রথম বসিরহাট যাচ্ছেন অভিষেক

কলকাতা: আজ, বুধবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক দিন আগে সন্দেশখালির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য-রাজনীতিতে। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালি।

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলার ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণণূল। প্রচারও শুরু করেছেন অভিষেক। এর আগে, ময়নাগুড়ি, নারায়ণগড়, গঙ্গারামপুরে লোকসভা ভোটের প্রচারে সেরেছেন। এ বার অভিষেকের গন্তব্য বসিরহাট।

সন্দেশখালির ঘটনা আচমকা যেন নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। তবে শুধু বাংলাতেই নয়, দেশের রাজধানীতেও সন্দেশখালির ঢেউ আছড়ে পড়েছিল। সন্দেশখালির প্রসঙ্গ উঠে এসেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও এই সন্দেশখালির প্রসঙ্গ তুলে রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় বিঁধেছেন।

তবে, গত এক-দেড় সপ্তাহে সন্দেশখালি নিয়ে বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। সন্দেশখালিতে অশান্তির ঘটনা নিয়ে তোলপাড় হওয়ার পর অভিষেক এই প্রথম বসিরহাটে যাচ্ছেন। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে হাজি নুরুল ইসলামকে। তাঁর সমর্থনেই একটি সভা হবে। এসএসএ ফুটবল ময়দানে জনসভা করবেন অভিষেক।

Related posts

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা